দেড় ঘণ্টায় ২২৯ শেয়ার দর হারিয়েছে
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ২২৯টি কোম্পানির শেয়ারদর কমেছে। সেই সঙ্গে এই সময়ের মধ্যে ডিএসইর প্রধান সূচক কমেছে ৪৩ পয়েন্টের বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে, ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩১মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪৩ দশমিক ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৯২ পয়েন্টে।
এছাড়াও পুঁজিবাজারে প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৭ দশমিক ৪২ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ১২ দশমিক ০৬ পয়েন্ট কমে যথাক্রমে ১১৭৫ ও ২০৮২ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২২০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
অন্যদিকে, গুরুত্বপূর্ণ কোম্পানিগুলোর অংশ নেওয়া মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ২২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ কোম্পানির শেয়ারদর।