মেঘনা পেট্রোলিয়াম লুব্রিক্যান্টস বিক্রি করবে
জ্বালানি তেলের পাশাপাশি লুব্রিক্যান্টস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। এ লক্ষ্যে গত রোববার কোম্পানিটি ইউনাইটেড লুব অয়েল নামে একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে।
আলোচ্য গুরুত্বপূর্ণ সময়ে, চুক্তির আওতায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড তাদের পেট্রোল পাম্পগুলোর মাধ্যমে সারাদেশে ইউনাইটেড লুব অয়েল লিমিটেডের আমদানি করা ‘পেট্রোনাস’ ব্র্যান্ডের লুব্রিক্যান্টস বিক্রি করবে।
এছাড়াও পুঁজিবাজারে গত ১২ জুন অনুষ্ঠিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ইউনাইটেড লুব অয়েল লিমিটেডের সঙ্গে চুক্তি ও পেট্রোনাস ব্র্যান্ডের লুব্রিক্যান্টস বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের আলোকে আজ প্রতিষ্ঠান দুটির মধ্যে আলোচিত চুক্তিটি স্বাক্ষর হয়েছে।
এদিকে উল্লিখিত লুব্রিক্যান্টস বিক্রির থেকে বছরে কোম্পানিটির এক কোটি ৫০ লাখ টাকা মুনাফা হতে পারে।
অন্যদিকে, গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড হচ্ছে দেশের তিনটি তেল বিপনন কোম্পানির অন্যতম। কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০৮ কোটি ২১ লাখ টাকা। এর শেয়ার সংখ্যা ১০ কোটি ৮২ লাখ। কোম্পানিটি ২০২৩ সালে ৪৪২ কোটি ১০ লাখ টাকা মুনাফা করেছিল। ওই বছর শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪০ টাকা ৮৬ পয়সা। ওই বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।