৫৬৭ কোটি টাকার প্রথম দুই ঘণ্টায় লেনদেন
মঙ্গলবার (৭ মে) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ৫৬৭ কোটি টাকার বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সূত্রে এই তথ্য জানা গেছে।
উল্লিখিত সময়ে, ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৫৬ পয়েন্টে।
এছাড়াও প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ১১ পয়েন্ট আর ‘ডিএস-৩০’ সূচক ৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৬১ ও ২০৫৪ পয়েন্টে অবস্থান করছে। এদিকে পুঁজিবাজারে ডিএসইতে মোট ৫৬৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
অন্যদিকে, গুরুত্বপূর্ণ কোম্পানিগুলোর অংশ নেওয়া লেনদেন হওয়া মধ্যে দাম বেড়েছে ২১১টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬ কোম্পানির শেয়ারদর।