শিবলী রুবাইয়াত বিএসইসির চেয়ারম্যান পদে পুনঃনিয়োগ পেলেন
রবিবার (২৮ এপ্রিল) চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের। আজ শিবলী রুবাইয়াত-উল-ইসলাম কে বিএসইসির চেয়ারম্যান পদে পুনঃনিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ-মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
আগামী ১৭ মে অথবা নিয়োগ তারিখ থেকে চার বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো জাহিদ হোসেন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে। এদিকে ২০২০ সালের ১৭ মে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে চার বছরের জন্য চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী চলতি বছরের ১৬ মে তার মেয়াদ শেষ হবে।
এছাড়াও অধ্যাপক শিবলী রুবাইয়াত বিএসইসির আগে সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন। পাশাপাশি বাণিজ্য অনুষদের ডিন হিসাবে চারবার দায়িত্ব পালন করেন।