আমানতকারীদের জন্য সুখবর ব্যাংকের মতো আর্থিক খাতের
বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়মে সর্বোচ্চ ৯.১৩ শতাংশ সুদে আমানত নিতে পারবে আর্থিক প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ বা বিনিয়োগে সর্বোচ্চ সুদহার হবে ১২.১৩ শতাংশ।
আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানে আমানত ও সুদের হার বাড়বে। কারণ ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানের সুদহার গণনায়ও পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা গেছে।
গত ২০ জুন মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। যা পরে আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে পাঠিয়েছে।
অপরদিকে অতিক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প (সিএমএসএমই) এবং ভোক্তা ঋণের আওতাধীন ব্যক্তিগত ঋণ ও গাড়ি ক্রয় ঋণে আরও ১ শতাংশ তদারকি মাশুল যোগ করা যাবে। এসব ঋণে সুদহার হবে সর্বোচ্চ ১৩.১৩ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতে, সুদহার নির্ধারণ হবে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের ওপর।
এতে সব ধরনের ব্যাংক ঋণের সুদহার বাড়বে। এর নাম হবে ‘সিক্স মানথ মোভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল বা স্মার্ট’।
সূত্র মতে, ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিল বা স্মার্টের আমানতে গড় সুদহারের সঙ্গে আরও ৩ শতাংশ তদারকি মাশুল যুক্ত হবে।
ঋণের গড় সুদহারের সাথে আরও ৫ শতাংশ তদারকি মাশুল যুক্ত হবে। তবে কোনোভাবেই এরচেয়ে বেশি সুদহার নির্ধারণ করা যাবে না।