ডিএসইতে যোগ দিলেন নতুন দুই স্বতন্ত্র পরিচালক
ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক হিসেবে ২ জনকে অনুমোদন দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২৩ মে) কমিশনের ৮৬৯ তম সভায় এ অনুমোদন প্রদান করা হয়। সভায় বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল–ইসলাম সভাপতিত্ব করেন।
ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে অনুমোদন পাওয়া ২ জন হলেন– মো: শহীদুল ইসলাম এবং কাউসার আহমেদ।
নতুন এ দুজন পরিচালক নিয়োগের মাধ্যমে পূর্ণতা পেল ডিএসই’র পরিচালনা পর্ষদ৷ ডিএসই’র পরিচালনা পর্ষদের সব সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, বিভিন্ন সেক্টর থেকে আসা বহুমুখী অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গের অভিজ্ঞতা সমন্বয়ের মাধ্যমে এই পরিচালনা পর্ষদ সবাইকে সাথে নিয়ে পুঁজিবাজার তথা দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে কাজ করবে৷
মো: কাউসার আহমেদ বাংলাদেশে সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট। বর্তমানে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া, তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি এবং ইউনিভার্সিটি অব জেনেভা থেকে এল.এল.এম সম্পন্ন করেছেন।
মো: শহীদুল ইসলাম পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিংয়ে বি.কম এবং এম.কম সম্পন্ন করেন।